
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হিরারকুটি এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বোতল ইস্কাফ সিরাপসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃত নারী মাদক কারবারির নাম মোছাঃ রিনা বেগম (৩৫)। তিনি সন্তোষপুর ইউনিয়নের হিরারকুটি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রবিবার (২৬ অক্টোবর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাগেশ্বরী থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে হিরারকুটি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় রিনা বেগমের নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ৪০০ বোতল ইস্কাফ উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি (ডিবি) মোঃ বজলার রহমান জানান,আটক রিনা বেগমের বাড়ি থেকে ৪০০ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ভিউ: ১৪৯










