মোঃ আসিফুজ্জামান আসিফ : সাভার পৌর কমিউনিটি সেন্টার দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে সাভার কলেজের ছাত্রদল ও সাভার মডেল থানা ছাত্রদল।
রবিবার সকালে তারা কমিউনিটি সেন্টারের ভেতর ও বাইরের অংশে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালায়। এতে ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।
স্থানীয়রা জানান, বহুদিন ধরে পৌর কমিউনিটি সেন্টারটি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। ফলে সেখানে আবর্জনা ও ময়লা জমে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছিল। ছাত্রদলের এ উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
সাভার কলেজ ছাত্রদলের এক নেতা জানান, “আমরা শুধু রাজনৈতিক কার্যক্রম নয়, সামাজিক দায়িত্বও পালন করতে চাই। সমাজের জন্য ইতিবাচক কিছু করার মাধ্যমেই তরুণদের এগিয়ে আসা উচিত।”
এদিকে, সাভার মডেল থানা ছাত্রদলও জানায়, তারা এ ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।