
আবুল কালাম আজাদ :ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মফিদুল আলম এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) সকালে তিনি গফরগাঁও উপজেলা পরিদর্শনে গিয়ে ভারইল-গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খুদে শিক্ষার্থীদের সঙ্গে একই বেঞ্চে বসে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।শ্রেণিকক্ষে শিশুদের সঙ্গে সময় কাটিয়ে জেলা প্রশাসক তাদের পড়াশোনার অগ্রগতি, শেখার পদ্ধতি ও শিক্ষকদের পাঠদানের ধরন গভীরভাবে লক্ষ্য করেন। পরে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে পাঠদানের মানোন্নয়নে নানা দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর আলম, সহকারী শিক্ষা অফিসারসহ স্থানীয় শিক্ষকবৃন্দ।বিদ্যালয় পরিদর্শন শেষে জেলা প্রশাসক মফিদুল আলম বলেন,“শিক্ষার্থীদের শেখার আগ্রহ ও আনন্দটাই আসল বিষয়। মাঠপর্যায়ে গিয়ে তাদের পাশে বসে শেখার আনন্দ ভাগ করে নিতে পারা আমার জন্য অত্যন্ত তৃপ্তিকর। শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করতে শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ।”গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন,“বিদ্যালয়ের শিক্ষক ও খুদে শিক্ষার্থীরা জেলা প্রশাসককে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে। তিনি খোলা মনে পাঠদান পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার মান উন্নয়নে বাস্তবভিত্তিক পরামর্শ দেন।”স্থানীয় শিক্ষকরা জানান, জেলা প্রশাসকের এই উদ্যোগ শিক্ষার প্রতি ভালোবাসা ও মাঠপর্যায়ে প্রশাসনের সরাসরি সম্পৃক্ততার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।










