
মোঃ আসিফুজ্জামান আসিফ: সাভারের হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে নিম্ন মানের ইট ব্যবহার করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা দ্রুত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কাছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের গুরুত্বপূর্ণ এই অংশে ঠিকাদারি প্রতিষ্ঠান ডে এন্টারপ্রাইজ নিম্ন মানের ইট ব্যবহার করে রাস্তা নির্মাণের কাজ শুরু করে। এতে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রমিকরা নিম্নমানের ইট দিয়ে মহাসড়কে কাজ করছেন।ঘটনার বিষয়ে গণমাধ্যমকর্মীরা বিষয়টি কল্যাণপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডি) তানভীর হামিদকে জানালে তিনি দ্রুত ঠিকাদারকে নিম্ন মানের ইট সড়িয়ে নেওয়ার নির্দেশ দেন। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানটি রাস্তা থেকে ওই ইটগুলো অপসারণ করে।এ বিষয়ে ডে এন্টারপ্রাইজের সাইট ম্যানেজার রাজু আহমেদ বলেন, “নিম্ন মানের ইট রাস্তা থেকে সড়িয়ে নেওয়া হয়েছে।”উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডি) তানভীর হামিদ জানান, “ঠিকাদারি প্রতিষ্ঠানটি নিম্ন মানের ইট দিয়ে কাজ শুরু করেছিল। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তাদের ইটগুলো সরিয়ে ফেলতে বলা হয়, যা পরবর্তীতে তারা করেছে।”এলাকাবাসীর দাবি, নিম্ন মানের উপকরণ ব্যবহার করলে অল্প সময়েই রাস্তা ভেঙে যাবে। তাই এমন অনিয়মে জড়িত ঠিকাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহবান জানান তারা।










