হাসান আলী সোহেল : দেশকে সুরক্ষিত রাখার একমাত্র পথ বিএনপি- উল্লেখ করে দেশের মানুষকে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।রবিবার (২৬ অক্টোবর) বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত ‘নারী জাগরণ’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী হোসনেয়ারা ঝর্না।প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন,দেশ সুরক্ষিত রাখার একটি মাত্র পথ, সেটি হলো বিএনপি। তাই দেশের মানুষকে সুরক্ষিত রাখতে বিএনপিকে ভোট দিতে হবে। ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার জন্য দেশের নারীরা এখন প্রস্তুত। নারীরা যেমন সন্তানের ভবিষ্যৎ গড়ে, তেমনি দেশ গঠনের ক্ষেত্রেও তাদের অবদান অমূল্য। বাংলাদেশের নারীরা এখন পুরুষেরপাশে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন ইতিহাস রচনার জন্য তৈরি।ভবিষ্যৎ রাজনীতি ও উন্নয়নের দিকনির্দেশনা তুলে ধরে তিনি আরও বলেন,যদি বিএনপিকে জনগণ বিজয়ী করে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তবে নারীরা মায়ের মতো এমন প্রজন্ম উপহার দেবে— যারা হবে দেশের সম্পদ, বোঝা নয়।সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন ও তোফাজ্জল হোসেন মিঠু, এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহারিয়ার মাহমুদ স্বাধীন প্রমুখ।সমাবেশ শেষে হাজারো নারী সমর্থকদের বিএনপির পক্ষে কাজ করার শপথ করান ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।