
তৌহিদ, মাগুরা
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “ফেব্রুয়ারিতে ইলেকশন হবে—সব দল এখন একসাথে আছে। বাংলাদেশের ইতিহাসে এটি অন্যতম সেরা নির্বাচন হতে যাচ্ছে। এটি হবে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন।” শুক্রবার ২৪ অক্টোবর সকালে নিজ জেলা মাগুরার ঢাকা রোডস্হ পানি উন্নয়ন বোর্ড এর পার্ক এলাকায় জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পার্পণ শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রেস সচিব আরও বলেন, “ইতিপূর্বে বাংলাদেশের প্রতিটি নির্বাচনে অনিয়ম হয়েছে, ভোট চুরি হয়েছে, টাকা-পয়সার লেনদেন হয়েছে। যার ফলে সাধারণ জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। কিন্তু এবার সেই অবস্থা থাকবে না। জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে।” আওয়ামী লীগ সম্পর্কে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “ইলেকশন কমিশন বারবার বলছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগকে অংশগ্রহণ করাতে কোনো চাপ আছে কিনা—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন,দেশি বা বিদেশি কোনো ধরনের চাপ নেই। কেউ আমাদের বলেনি যে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে। বরং সবাই অবাক হচ্ছে, এত হত্যাযজ্ঞ, গুম-খুনের পরও কেন তাদের বিচার হচ্ছে না। কোনো রাজনৈতিক দলও চায় না তারা নির্বাচনে অংশগ্রহণ করুক।”










