আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট কন্ট্রাক্টর, ইটভাটা মালিক ও হার্ডওয়্যার ব্যবসায়ী মজিবুর রহমান শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৭টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা।তিনি বলেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ মজিবর রহমানের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। রাজনীতির পাশাপাশি এলাকার জনকল্যাণে তার অবদান অনস্বীকার্য হয়ে থাকবে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন ও তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন, আমিন।"