
শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. মির্জা মাজহারুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সোহেল খান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহানগর নেতা তারেক খান ইউসুফজাই।
প্রধান অতিথি তারেক খান ইউসুফজাই বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াচর্চা অত্যন্ত জরুরি। নিয়মিত খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ, সৃজনশীল ও মাদকমুক্ত রাখতে সাহায্য করে। তিনি আরও ঘোষণা দেন, চারান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে যারা জিপিএ–৫ অর্জন করবে, তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা এবং যারা ‘এ’ গ্রেড পাবে, তাদের ৫ হাজার টাকা করে পুরস্কৃত করা হবে।
সভাপতি সোহেল খান বলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. মির্জা মাজহারুল ইসলামের স্মৃতিকে চিরস্মরণীয় রাখতে এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক শফিউর রহমান খান শাফী, স্থানীয় ইউপি সদস্য হারুন মেম্বার, টাঙ্গাইল জেলা অগ্রণী ব্যাংক পিএলসির সভাপতি নাজমুল হাসান খান, কোকডহরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান ও সাবেক সাধারণ সম্পাদক মিল্টন তরফদারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দিনব্যাপী নানা ক্রীড়া ইভেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষাংশে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যা দর্শকদের প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবুল হাশেম এবং সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক আব্দুল লতিফ। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মোসলিম খান।










