
ওমর ফারুক আহম্মদ ;( ২২ অক্টোবর , ২০২৫) বারহাট্টা উপজেলা পরিষদের পুকুর সংলগ্ন দক্ষিণ পাশে উপজেলা অফিসার্স ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ খবিরুল আহসান। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং বারহাট্টা উপজেলাকে উন্নয়নে অফিসার্স ক্লাবকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্লাবটি নিয়মিতভাবে কর্মকর্তাদের মধ্যে ভাববিনিময়ের একটি কেন্দ্র হবে এবং বারহাট্টা উপজেলা উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করেন উপস্থিত সকলে।
ভিউ: ৩৩০










