
আবুল কালাম আজাদ ;ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) দুপুরে নগরীর নাসিরাবাদ কলেজ মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ময়মনসিংহ, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষরা অংশ নেন।
উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “দক্ষ মানবসম্পদ তৈরি করতে জাতীয় বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। আমাদের মূল কেন্দ্রবিন্দু শিক্ষার্থীরা। তাদের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও নীতি নির্ধারক সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা, ডিজিটাল মনিটরিং, আধুনিক ল্যাব স্থাপন, পরীক্ষা ব্যবস্থায় সংস্কার এবং শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষকদের উদ্দেশ্যে উপাচার্য বলেন,
“শিক্ষকরা জ্ঞানের বীজ বপন করেন। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে শ্রেণিকক্ষের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ে।”
তিনি শিক্ষকদের দলীয় রাজনীতি থেকে মুক্ত থেকে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. এ টি এম জাফরুল আযম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. নূরুল ইসলাম, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. শহীদুল্লাহ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।










