
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. আলমগীর কবীর ও থানার অন্যান্য পুলিশ সদস্যরা সোমবার রাতে নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানাধীন গোবিন্দপুর এলাকার মোল্লা মৎস্য প্রকল্পের সামনে পাকা রাস্তা থেকে মিজানুর রহমান চঞ্চল (২৮), পিতা-আব্দুল কুদ্দুস, সাং–গোবিন্দপুর (পূর্বপাড়া), থানা–আলমডাঙ্গা, জেলা–চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামিকে জব্দ তালিকা মূলে আটক করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি মামলা (নং–২৮, তারিখ–২১/১০/২০২৫) দায়ের করা হয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান বলেন, “মাদক নির্মূলে আলমডাঙ্গা থানা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদকের সঙ্গে জড়িত যে-ই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”










