ওমর ফারুক আহম্মদ : নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের নল্লা গ্রামের সবুজ মিয়ার ছোট্ট ছেলে জয়।অনেক স্বপ্ন নিয়ে ৬ দিন আগে পোশাক কারখানায় চাকুরী নিয়েছিলো জয় ও তার স্ত্রী। মাত্র ৪ মাস আগে বিয়ে করে জয়।কিন্তুু সেই স্বপ্নের সলিল সমাধি হয় ঢাকার মিরপুরে। গত ১৪ অক্টোবর দুপুরে রাজধানীর মিরপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে এই দম্পতি। ছেলের পুড়া লাশটি ছয়দিন পর ফেরত পেলোও পুত্র বধুর লাশ টি এখনও পায় নি ভুক্তভোগী পরিবারটি।আজ ২০ অক্টোবর সোমবার সকালে জয়ের নিজ বাড়িতে তার ভস্মীভূত লাশটি
দাফন করা হয়। ছেলে হারানোর শোকে পাগল প্রায় জয়ের বাবা সবুজ মিয়া জানান জয় আমার ছোট ছেলে ছিল।খুব আদরের ছেলে ছিল সে।কিন্তুু একটা সর্বনাশা আগুন৷ আমার বাবারে নিয়া গেল। জয় ও তার স্ত্রী একেই কারখানায় ৬ দিন আগে চাকুরীতে যোগ দিয়েছিলো। অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনেই পুড়ে ছাই হয়ে গেছে।তিনি আরো জানান ঘটনার দিন জয়ের শ্বশুর জামাইয়ের পুড়া দেহ টি শনাক্ত করতে পারলেও নিজের মেয়ের কোন অস্তিত্ব এখনও পায় নি। নেত্রকোনা ২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাওলানা এনামুল হক জানাজা নামাজে উপস্থিত হয়ে শোক প্রকাশ করেছে ও নিহতের পরিবার কে ১ লক্ষ টাকা দেয়ার আশ্বাস প্রদান করেছেন।