চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলাধীন বেলগাছি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৩০০ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছে— এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আলমডাঙ্গা উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) এক লিখিত বিবৃতিতে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আনোয়ার হোসেন বলেন, “বেলগাছি ইউনিয়নের বিএনপির কোনো নেতা-কর্মী জামায়াতে যোগ দেননি। প্রকাশিত খবরটি সম্পূর্ণ মিথ্যা, ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি আরও বলেন, “বিএনপির বহিষ্কৃত এক নেতা, যার আপন বোনের ছেলে জামায়াতের প্রার্থী, সে আওয়ামী লীগের কিছু কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে।”
বিবৃতিতে বলা হয়, বিএনপি একটি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ দল। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, কিন্তু তাতে ব্যর্থ হয়েছে। বিএনপির প্রতিটি নেতা-কর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ রয়েছে।
আলমডাঙ্গা উপজেলা বিএনপি উক্ত ভুয়া ও মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সমাজকে যাচাই-বাছাই ছাড়া এমন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার আহ্বান জানিয়েছে।
সূত্র: আলমডাঙ্গা উপজেলা বিএনপি, আলিফ উদ্দিন রোড, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
তারিখ: ১৬ অক্টোবর ২০২৫।