ওমর ফারুক আহম্মদ বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরে নন গ্রুপ কৃষক কৃষাণীদের নিয়ে নেত্রকোনার বারহাট্টায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৬ অক্টোবর, ২০২৫ বারহাট্টার কৃষক প্রশিক্ষণ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সম্মানিত সদস্য এএসএম গোলাম হাফিজ।এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, নেত্রকোনার উপপরিচালক মোঃ আমিরুল ইসলাম, জগন্নাথপুর ও মোহনগঞ্জ উপজেলায় দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. কে এম বদরুল হক এবং উপ প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহফুযুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার সহ প্রমুখ।
পরে অতিথিরা প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জন কৃষক কৃষাণীদের মধ্যে বিনামূল্যে ২ কেজি করে সরিষার বীজ বিতরণ করেন