
মো: শুভ ইসলাম #SFTVNewsBD: জাতীয় দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। গত ১২ আগস্ট ২০২৫ থেকে আনসার বাহিনীর নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে থানা/উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ—দ্বিতীয় ধাপের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত এ বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের নির্ধারিত মডিউল অনুযায়ী বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
প্রশিক্ষণের শুরুতেই ভোরের আলো ফোটার আগেই সদস্যরা শারীরিক অনুশীলনের মাধ্যমে দিন শুরু করেন। এরপর প্যারেড, ড্রিল ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে তাদের শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বৃদ্ধি করা হচ্ছে। প্রশিক্ষণের প্রতিটি ধাপে সদস্যরা ঘাম ও পরিশ্রমের বিনিময়ে আরও দক্ষ, শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয়ে উঠছেন।
এ সময় স্থানীয় প্রশাসন, নির্বাচন কমিশন, পরিবেশ মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করছেন। প্রশিক্ষণার্থীরা অপ্রচলিত যুদ্ধাবস্থায় আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা, অগ্নিনির্বাপণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, বাল্যবিবাহ রোধ, সন্ত্রাস দমন, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষাসহ নানা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করছেন।
এছাড়া অস্ত্র চালনা, রক্ষণাবেক্ষণ ও ফায়ারিং বিষয়ে তাদের দক্ষ করে তোলা হচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে করণীয়-বর্জনীয় বিষয়েও বাস্তবধর্মী মহড়া প্রদান করা হচ্ছে। বিকেলে খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে সদস্যদের নেতৃত্বগুণ ও দলীয় চেতনা বিকাশে উৎসাহিত করা হয়।
প্রশিক্ষণ চলাকালীন সময় প্রশিক্ষণার্থীদের সরকারি সার্টিফিকেট ও এককালীন ভাতা প্রদান করা হবে, যা তাদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে। সারাদেশে মোট ৮ ধাপে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
গাইবান্ধা জেলা কমান্ড্যান্ট জনাব সঞ্জয় কুমার সাহা বলেন, আনসার বাহিনী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জননিরাপত্তামূলক বাহিনী, যা স্বাধীনতা যুদ্ধসহ দেশের সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় এ বাহিনীর অবদান অনস্বীকার্য।”
গাইবান্ধা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: শাহীন মিয়া বলেন,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
উপজেলা প্রশিক্ষক মো: সেলিম পারভেজ বলেন,দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার বাহিনী অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করছে।”
এ সময় উপস্থিত ছিলেন—
মোছাঃ হাসিনা খাতুন, উপজেলা প্রশিক্ষিকা, গাইবান্ধা সদর;
মোঃ কামরুজ্জামান, আনসার কমান্ডার, ৭নং বাদিয়াখালী ইউনিয়ন পরিষদ;
মোঃ আলমগীর কবির, আনসার কমান্ডার, ৬নং বোয়ালী ইউনিয়ন পরিষদ;
মোছাঃ রুমপা খাতুন, উপ-সহকারী কমান্ডার;
এবং মোঃ রুপম আহমেদ, ভিডিপি সদস্য।
গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমটি স্থানীয় ও জাতীয় পর্যায়ে আনসার বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।










