পীরগঞ্জে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
Spread the love

সাকিব আহসান: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় ‘কালবেলা’র প্রতিনিধি বাদল হোসেনকে লাঞ্ছিত করা, শহরে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া এবং শান্ত পীরগঞ্জকে অশান্ত করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের পূর্ব চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, রানীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি মামুনুর রশিদ মামুন, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মতুর্জা আলম, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, জেলা খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়, সাংবাদিক জুয়েল শান্ত, নুর নবী রানা, মুজিবুর রহমান, বাদল হোসেন, সিহাব, সাকিব ও ব্যবসায়ী সুলতান আলমগীর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সাইদুর রহমান মানিক। বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিককে লাঞ্ছিত করা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও মর্যাদার ওপর সরাসরি আঘাত। এমন ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না।

তারা জানান, গত ১২ অক্টোবর রাজনীতির মোড়ক ব্যবহার করে বিএনপি’র অঙ্গসংগঠনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে দেশীয় অস্ত্রের ব্যবহার হয়। এ ঘটনায় শহরের শান্তিপূর্ণ পরিবেশে আতঙ্ক সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বক্তারা জোর দিয়ে বলেন, পীরগঞ্জ উপজেলার স্থিতিশীল পরিস্থিতিকে অস্ত্রের ঝনঝনানিতে অস্থিতিশীল করার অপচেষ্টা যাতে ভবিষ্যতে কেউ না করে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান নিশ্চিত করতে হবে। তারা আরও সতর্ক করেন, যদি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তবে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31