কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ এম এন জাকারিয়া খাঁন মুরাদ
পরিবেশ সংরক্ষণ ও গাছের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে গ্রীন ভয়েস সদস্যদের মাঝে বিভিন্ন কা
র্যকর সামগ্রী বিতরণ করা হয়েছে। গাছের গায়ে পেরেক তোলা, ক্ষতিকর পদার্থ অপসারণ এবং গাছ ও পরিবেশকে সুস্থ রাখার লক্ষ্যে সদস্যদের হাতে দা, কোদাল, প্লাস, শাবলসহ মোট পাঁচ ধরনের সামগ্রী তুলে দেওয়া হয়।
পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন সচেতনতামুলক কার্যক্রম ও কার্যকরী পদক্ষেপ গ্রহন করে আসছে।
গাছের সুরক্ষায় গ্রীন ভয়েস এর কার্যক্রমকে আরো গতিশীল করতে অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মির্জা নাসির উদ্দীন সামগ্রী গুলো তুলে দেন। সামগ্রীগুলো গ্রহণ করেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি তহ্নি বণিক, সাধারণ সম্পাদক সাদমান হাফিজ স্বপ্ন, অর্থ সম্পাদক আবু রায়হান জাকারিয়া সহ অন্যান্য সবুজ সদস্যরা।
অধ্যক্ষ মির্জা নাসির উদ্দীন তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন,গ্রীন ভয়েসের এই সাগ্রীর মাধ্যমে সদস্যরা এখন থেকে সার্বক্ষণিকভাবে মাঠপর্যায়ে তাদের দায়িত্ব পালন করতে পারবেন।
সংগঠনের পক্ষ থেকে সভাপতি তহ্নি বণিক অধ্যক্ষ স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এসব সামগ্রী ব্যবহারের মাধ্যমে আমরা পরিবেশ রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবো এবং গাছের প্রতি দায়িত্বশীল আচরণের বার্তা সমাজে ছড়িয়ে দিবো।