রুহুল আমিন রুকু কুড়িগ্রাম প্রতিনিধি:
"সম্মানিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে দূর্যোগ ও এান পুনর্বাসন অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসন ও বেসরকারি সংস্থার সহযোগিতায় জাতীয় দুর্যোগ ও প্রশমন দিবস ২০২৫।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সিফাত মেহনাজ কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, প্রাণিসম্পদ অধিদপ্তর, সদর হাসপাতালের আর এম ও, প্রেরনা চিসিম, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন বেসরকারি সংস্থার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, দূর্বার যুব ফোরাম , দিশারী শিশু ফোরাম, বেলগাছা যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ সহ আরো অনেকে।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, সচেতনতা ও প্রস্তুতির মাধ্যমে দুর্যোগের ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থী এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগ মোকাবেলায় সক্ষম সমাজ গড়ে তোলা যাবে।
অনুষ্ঠানটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর আয়োজনে এবং ফ্রেন্ডশিপ, ব্রাক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ইএসডিও, আফাদ ও আরডিআরএস বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই কর্মসূচিতে দুর্যোগ মোকাবেলা বিষয়ক আলোচনা, প্রদর্শনী, সচেতনতামূলক প্রচারণা ও অংশগ্রহণমূলক কার্যক্রমের আয়োজন করা হয়।