চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও মাদক বিক্রয়ের নগদ অর্থসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর ২০২৫) ভোররাতে হারদী অস্থায়ী সেনা ক্যাম্পের অফিসার বিএ-১০৯৪৯ ক্যাপ্টেন সৌমিক আহমদে অয়ন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আব্দুল মতিন, পাইকপাড়া পুলিশ ক্যাম্পের সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানে আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের শামীম রেজা সাগর (৩২), পিতা ওবায়দুল হক এর বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি চাইনিজ কুড়াল, একটি রামদা (ধারালো ছোরা সদৃশ), ১৪ পিস টাপেনটাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ ৫৮,০৪০ টাকা উদ্ধার করা হয়।
অপরদিকে একই সময়ে পৃথক অভিযানে কালিদাসপুর গ্রামের শফিউল আলম ওরফে জনি (৪৭), পিতা শওকত আলী এর বাড়ি থেকে একটি এয়ারগান, একটি রামদা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ দুই আসামিকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইন ১৮৭৮ সালের ১৯(এফ) ধারা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে আলমডাঙ্গা সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান জোরদার করা হয়েছে। মাদক ও অস্ত্রবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।