
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ডাউকী ইউনিয়নের বাদেমাজু গ্রামে অনুষ্ঠিত হয়েছে ডাউকী ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভা। শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪টার সময় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেহালা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, কৃষক দলের সাবেক উপজেলা সভাপতি বোরহান উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের বিএনপি নেতাকর্মী।সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়সাল আহমেদ।সভায় প্রধান অতিথি শহিদুল কাউনাইন টিলু তার বক্তব্যে বলেন— “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় গণতন্ত্র, দেশ ও মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য কোনো সংঘাত নয়, বরং সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করা। চুয়াডাঙ্গা-১ আসনে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জননেতা শামসুজ্জামান দুদু ভাইয়ের নেতৃত্বকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিতকে আরও মজবুত করতে হবে। প্রত্যেক নেতাকর্মীকে একে অপরের সহযোগী হতে হবে, প্রতিটি ইউনিয়নে ঐক্য ধরে রাখতে হবে।”তিনি আরও বলেন— “আজ আমাদের প্রয়োজন রাজনৈতিক ও সাংগঠনিক ঐক্য। একটি শক্তিশালী তৃণমূলই পারে কেন্দ্রীয় নেতৃত্বের হাতকে শক্তিশালী করতে। আমরা কেউ বিভক্ত নই, সবাই একত্রে কাজ করলে আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা জেলায় বিএনপি আবারও নতুন শক্তি নিয়ে সামনে এগিয়ে যাবে।”বক্তারা বলেন, তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ। সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও পরস্পরের সহযোগিতার মাধ্যমেই বিএনপি চুয়াডাঙ্গা-১ আসনে জননেতা শামসুজ্জামান দুদুর নেতৃত্বকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে। সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা ঐক্যের প্রতীক হিসেবে “এক নেতা, এক সংগঠন, এক লক্ষ্য” শ্লোগানে সমবেত কণ্ঠে বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রতিশ্রুতি দেন।
সংবাদটি প্রস্তুত করেছেন:
এস.এফ টিভি নিউজ বিডি










