নিজস্ব প্রতিবেদক: শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ডের উদ্যোগে ইনসাফ কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট রাসেল বলেন,আমি সাধারণ মানুষের এমপি হতে চাই। আমি এমন একজন প্রতিনিধি হতে চাই। আমি গরিব-দুঃখী, কৃষক-শ্রমিক, মেহনতি মানুষ ও অবহেলিত জনগণের কথা সংসদে তুলে ধরতে চাই। আজ দেশের মানুষ প্রকৃত নেতৃত্ব থেকে বঞ্চিত। মানুষ ইনসাফ চায়, শান্তি চায়, নিরাপত্তা চায়। ইনশাআল্লাহ, জামায়াতে ইসলামী সেই ইনসাফভিত্তিক সমাজ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করছে। আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখুন।” পথসভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোঃ দারুস সালাম, আলমডাঙ্গা থানা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, অফিস সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, খাসকররা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল লতিফ কলমসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।