মোঃ আবু সুফিয়ান মুক্তার: বাংলাদেশ জামায়াতে ইসলামী উদয়পুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক প্রাণবন্ত ও ব্যাপক কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৩টায় কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজারে ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড জামায়াতের যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ ইউসুফ মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস. এম. রাশেদুল আলম সবুজ।
প্রধান অতিথির বক্তব্যে এস. এম. রাশেদুল আলম সবুজ বলেন,
“আমরা একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও দূর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। যে দেশে ধর্ষক, খুনি, লুটপাটকারী ও দূর্নীতিবাজদের কোনো স্থান থাকবে না। সারাদেশে এখন গণজোয়ার সৃষ্টি হয়েছে — জনগণ বলছে, সব দল দেখা শেষ, এবার জামায়াতে ইসলামী বাংলাদেশ। এই দেশ হবে আলেম-ওলামা ও কুরআনপ্রেমী জনগণের।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রউফ, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আবদুল আলীম, এবং উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মোঃ আনোয়ারুল ইসলাম।
এছাড়া আরও বক্তব্য রাখেন উদয়পুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুস সোবহান, ইউনিয়ন সেক্রেটারি মাজহারুল ইসলাম, এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের চলমান সঙ্কট থেকে উত্তরণের একমাত্র পথ হলো ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা। তারা সকলকে জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে ন্যায় ও সত্যের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।