
মোঃ আব্দুর রহমান হেলাল , ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে মাদক ব্যবসা ও ভূমিদখলকারী চক্র ইয়ানুর বেগম পরিবারকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছে। শনিবার (১১ অক্টোবর) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সচেতন এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তারা বলেন, আলীনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মাদক ব্যবসার ভয়াবহতা দিন দিন বেড়েই চলছে। ইয়ানুর বেগম ও তার ছেলে নাজিম সাঝি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা, গাঁজা, মদসহ বিভিন্ন নেশাজাত দ্রব্যের কারবার চালিয়ে যাচ্ছে।
বক্তারা অভিযোগ করে বলেন, মাদকের ছোবলে কিশোর-কিশোরীরা আসক্ত হয়ে পড়ছে। তরুণ প্রজন্ম ধ্বংসের পথে, অথচ প্রশাসনের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “নদীতে একজন জেলে মাছ ধরলে তাকে চলচ্চিত্র স্টাইলে আটক করা হয়, কিন্তু সমাজ ধ্বংসকারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন অভিযান দেখা যায় না।” এলাকাবাসী অভিযোগ করেন, মাদক ব্যবসার পাশাপাশি ইয়ানুর বেগম পরিবার সাধারণ মানুষের জমি দখল ও হয়রানির ঘটনাতেও জড়িত। তারা ভয়ভীতি ও মিথ্যা মামলার মাধ্যমে প্রতিবাদী মানুষকে দমন করার চেষ্টা করে আসছে। মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, ইয়ানুর বেগম, তার ছেলে নাজিম সাঝি এবং তাদের সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় বক্তারা বলেন, “আমরা চাই একটি মাদকমুক্ত সমাজ—যেখানে তরুণরা নেশায় নয়, শিক্ষায়-সংস্কৃতিতে এগিয়ে যাবে। প্রশাসনের আন্তরিক পদক্ষেপই পারে এ অন্ধকার থেকে সমাজকে রক্ষা করতে।” মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন এবং “মাদকমুক্ত ভোলা চাই” শ্লোগান লিখিত প্ল্যাকার্ড হাতে মাদকবিরোধী সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।










