চুয়াডাঙ্গা পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের সাতগাড়ী হঠাৎ পাড়া চান মিয়ার বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘরবাড়ি, আসবাবপত্রসহ পরিবারের সকল সম্পদ আগুনে পুড়ে নিঃশেষ হয়ে অসহায় হয়ে পড়েন চান মিয়া ও তার পরিবার।অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। তিনি আগুনে ক্ষতিগ্রস্ত চান মিয়া পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করেন।এসময় শরীফুজ্জামান শরীফ আশ্বাস দিয়ে বলেন,চান মিয়া ও তার পরিবার সম্পূর্ণভাবে ঘর হারিয়েছে। আমি ব্যক্তিগতভাবে তাদের বাড়ি পুনর্নির্মাণের সম্পূর্ণ খরচের দায়িত্ব নিচ্ছি। পাশাপাশি আগামী এক মাসের খাবারের ব্যয়ও আমি বহন করব।”তার এই উদ্যোগে এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন মানবিক উদ্যোগ অন্যদেরও অনুপ্রেরণা জোগাবে।স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে চান মিয়ার পরিবারের সবকিছু পুড়ে গেলেও, সামাজিক সহমর্মিতা ও নেতার এই মানবিক উদ্যোগ তাদের নতুন করে বাঁচার প্রেরণা দিয়েছে। মানবতার উদাহরণ স্থাপন করলেন শরীফুজ্জামান শরীফ।