কক্সবাজারের চকরিয়ায় পরকীয়া প্রেমিকের হাত ধরে দুই সন্তানের জননী উধাও
Spread the love

জামাল উদ্দীন :কক্সবাজার চকরিয়ায় পরকীয়া জেরধরে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে দুই সন্তানের জননী
গত ০৯/১০/২০২৫ ইংরেজি রোজ বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকার সময় ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে নগদ ৬৫০০০ হাজার টাকা ও দেরভরি স্বর্ণ অলংকার সহ গৃহবধূ সুমী আক্তার পরকীয়া প্রেমিক মোহাম্মদ সাকিবের হাত ধরে পালিয়ে যায়, মোহাম্মদ সাকিব কুতুবদিয়া আলী আকবর ডেইল তবলার চর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে,গৃহবধূ সুমী আক্তার পিতা মোফাজ্জল আহমদ সুন্দরী পাড়া ৬ নং ওয়ার্ড রাজাখালী পেকুয়া কক্সবাজার এর সহিত মোহাম্মদ খোরশেদ আলম পিতা শফি আলম সাং: সওদাগর ঘোনা বড বটতলী সিরিঙ্গা চকরিয়া কক্সবাজার এর সহিত ১২ বছর আগে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ হয়, তাদের দুটি কন্যা সন্তান রহিয়াছে, বিগত বছরখানেক আগে মোঃ সাকিবের সাথে সুমী আক্তারের ফেসবুকে পরিচয় হয়, পরিচয় থেকে প্রেম, গৃহবধূর স্বামী খুরশেদ আলম জানায় বিষয়টা আমি দুই এক মাস আগে আর জানতে পারি তারপর স্ত্রীকে এ বিষয় জিজ্ঞেস করলে আর করবে না বলে ক্ষমা চাই আমিও দুইটি সন্তানের দিকে তাকিয়ে ক্ষমা করে দেই,গতকাল আমার স্ত্রী ডাক্তারের কাছে যাবে বলে আমিতে আমি বাড়িতে না থাকা অবস্থায়, আমার জামানো ৬৫ হাজার টাকা ও তাকে কিনে দেওয়া দের ভারি অলংকার সহ তার পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়, বিভিন্ন জায়গায় কবর নিয়ে জানতে পারি তারা এই মুহূর্তে কক্সবাজার অবস্থান করতেছে, এই বিষয়ে আমি চকরিয়া থানায় সাধারণ ডায়ের করেছি,প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি এ ধরনের লম্পট মহিলাদের যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31