নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা পৌর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল–এর গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের বড়বাজার থেকে নিচের বাজারের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগকালে তিনি নাগরিক সমস্যাবলী শুনেন, ব্যবসায়ী, শ্রমজীবী ও তরুণদের সঙ্গে মতবিনিময় করেন এবং দলের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে এডভোকেট রাসেল বলেন— “চুয়াডাঙ্গা শহর অব্যবস্থাপনা, দুর্নীতি ও রাজনৈতিক স্বার্থান্ধতার কারণে এই শহর এখন পর্যন্ত সাধারণ দুর্বল শহরে পরিনত হয়ে আছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আমরা এই শহরকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ ।যেখানে থাকবে পরিচ্ছন্ন পরিবেশ, সুশৃঙ্খল যানবাহন ব্যবস্থা, নিরাপদ রাস্তা ও আধুনিক ড্রেনেজ নেটওয়ার্ক। এর সাথে সাথে শিক্ষা এবং চিকিৎসায় এই শহরের সুনাম যেন সারা দেশে ছড়িয়ে পড়ে সেই ব্যবস্থা করবো। তিনি আরও বলেন— “জনগণের করের টাকায় উন্নয়নের নামে লুটপাট বন্ধ করতে হবে। উন্নয়ন হবে জনগণের চাহিদা অনুযায়ী, আমলাদের নির্দেশে নয়। জামায়াতে ইসলামী এমন এক প্রশাসনিক সংস্কৃতি আনতে চাই যেখানে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত হবে। শহরের প্রতিটি নাগরিকই অনুভব করবে— তারা উন্নয়নের অংশীদার।চুয়াডাঙ্গা শহরকে আমরা জ্ঞান, কর্মসংস্থান ও মানবিকতায় সমৃদ্ধ শহরে রূপ দিতে চাই।”এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, নায়েবে আমীর মাহবুব আসিক শফি ও আনোয়ার হোসেন, পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির শান্ত, পৌর কর্মপরিষদ সদস্য মোঃ মতিয়ার রহমান, হাফেজ ইকবাল হোসেন,৪ নং ওয়ার্ড সভাপতি সাদিক আস শাফীসহ অনেক নেতা কর্মী।