নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৃথক দুটি অভিযানে মাদকদ্রব্য ও পর্নোগ্রাফি আইনে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ও মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। মাদকবিরোধী অভিযান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (৬ অক্টোবর) রাত ১০টা ৫৫ মিনিটে আলমডাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের মিয়াপাড়ার ক্যানেল রোড এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ রিপন মিয়া (৩০), পিতা সলেমান মিয়া—কে গ্রেফতার করে পুলিশ। পাইকপাড়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) আব্দুল মতিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরবর্তীতে রিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছেআলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, “মাদকবিরোধী অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। কেউই আইনের ঊর্ধ্বে নয়। মাদক সমাজ ও পরিবারকে ধ্বংস করছে— তাই আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।” পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার অন্যদিকে, মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে সাদিক হোসেন (২৩), পিতা মুকুল, গ্রাম বাহিরচর, ইউনিয়ন মসলেমপুর, থানা ভেড়ামারা, জেলা কুষ্টিয়া—কে পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার করে পুলিশ। থানার সূত্রে জানা যায়, সাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামের এক তরুণীর সঙ্গে পরিচয় গড়ে তোলে। পরে প্রলোভন দেখিয়ে কুষ্টিয়ার আল্লারদরগা এলাকায় নিয়ে অচেতন করে ওই তরুণীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে। পরবর্তীতে সে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটিকে হয়রানি করত। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর স্বামী স্থানীয়দের সহায়তায় সাদিককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ বিষয়ে ওসি মাসুদুর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নারীর ব্যক্তিগত গোপনীয়তায় আঘাত ও পর্নোগ্রাফি ছড়ানো একটি গুরুতর অপরাধ। এমন অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।” আলমডাঙ্গা থানার পুলিশ জানায়, মাদক, পর্নোগ্রাফি, সাইবার অপরাধসহ সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনগণের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।ওসি মাসুদুর রহমান আরও বলেন,> “আমরা চাই আলমডাঙ্গাকে মাদক ও অপরাধমুক্ত একটি মডেল থানা হিসেবে গড়ে তুলতে। এজন্য জনগণের সহযোগিতা অপরিহার্য। যে কোনো তথ্য গোপন রেখে পুলিশকে জানালে অপরাধ দমন আরও সহজ হবে।” মাদকবিরোধী ও সাইবার অপরাধ দমনে আলমডাঙ্গা থানা পুলিশের এসব অভিযান স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। সমাজে আইনের শাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর এ পদক্ষেপকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন।