
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় থানা পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।জানা যায়, সোমবার (৬ অক্টোবর) রাতে আলমডাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের মিয়াপাড়া ক্যানেল রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। পাইকপাড়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) আব্দুল মতিন ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।অভিযান চলাকালে মিয়াপাড়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তায় থেকে মিয়াপাড়া গ্রামের মোঃ রিপন মিয়া (৩০), পিতা- মোঃ সলেমান মিয়াকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকেই ইয়াবাগুলো জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত রিপন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে আলমডাঙ্গা থানা পুলিশ।
ভিউ: ২৭০










