
মোঃ তারেক রহমানের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা থেকে রাজশাহীগামী সিলসিটি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে রবিবার (৫ অক্টোবর) রাতে উল্লাপাড়া রেলগেট এলাকায়।প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসার সময় অসাবধানতাবশত রেললাইনে উঠে পড়েন সাইফুল। এ সময় দ্রুতগতির ট্রেনটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।ঘটনার পর রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।রেলপথ ব্যবহারকারীদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
ভিউ: ১৩৬










