
আবুল কালাম আজাদ :ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একদিনের ব্যবধানে তিনটি পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা থেকে শনিবার (৪ অক্টোবর) ভোর পর্যন্ত উপজেলার সদর, মগটুলা ও সোহাগী ইউনিয়নে এসব মর্মান্তিক ঘটনা ঘটে। প্রথম ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের খৈরাটি গ্রামে। পারিবারিক বিরোধের জেরে নাতির দা’র কোপে দাদি রওশন আরা বেগম (৫০) নিহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, গৃহপালিত একটি মুরগিকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে নাতি সাখাওয়াত হোসেন (২১) দা দিয়ে দাদির ঘাড়ে কোপ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘাতক নাতি সাখাওয়াত, তার বাবা মোস্তফা (৪৮) ও ভাই সাজ্জাদ হোসেনকে (২৪) আটক করে। হত্যায় ব্যবহৃত দা ও লাঠিও উদ্ধার করা হয়েছে। একই দিন রাতে উপজেলার মগটুলা ইউনিয়নের করমা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে খোকন মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হন। নিহতের ছেলে মো. বিল্লাল হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এজাহারে বলা হয়, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র নিয়ে খোকন মিয়ার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তৃতীয় ঘটনাটি ঘটে শনিবার ভোরে উপজেলার সোহাগী ইউনিয়নের ভালুকবেড় (ডেকুরাপাড়া) গ্রামে। বাড়ির পেছনের একটি গাছে ইসলাম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত ইসলাম উদ্দিন ওই গ্রামের মৃত শবদর আলীর ছেলে। পরিবারের সদস্যরা ধারণা করছেন, এটি দুর্ঘটনা বা স্বাভাবিক মৃত্যু হতে পারে। তারা ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়েছেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “তিনটি ঘটনায় তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”










