প্রতি বছরের ন্যায় এ বছরও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াই ভিকরা জনকল্যাণ সমিতির খেলার মাঠে অনুষ্ঠিত হলো “হামদ্-নাত ও সীরাত প্রতিযোগিতা ২০২৫, সিজন-০৬” এর চূড়ান্ত পর্ব।মক্তব, মাদ্রাসা ও স্কুলভিত্তিক ধর্মীয় চেতনা ও ইসলামী সংস্কৃতি বিকাশে আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ৭টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিষয়গুলো হলো— ১. হিফজুল কোরআন ২. সীরাত (স্কুল) ৩. হিফজুল হাদীস (মক্তব) ৪. মাসনূন দোয়া (মক্তব) ৫. সূরা-কেরাত (স্কুল) ৬. সূরা-কেরাত (মাদ্রাসা) ৭. হামদ্-নাত (স্কুল-মাদ্রাসা)।চূড়ান্ত পর্বে ৭টি ক্যাটাগরিতে মোট ৮৪ জন প্রতিযোগী অংশ নেয়। বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকারীরা নগদ ৭০০০ টাকা, দ্বিতীয় স্থান ৩০০০ টাকা এবং তৃতীয় স্থান ২০০০ টাকা পুরস্কারসহ ক্রেস্ট পান। এছাড়া সকল প্রতিযোগীর জন্য সান্ত্বনা পুরস্কার এবং দর্শকদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা ছিল।এ প্রতিযোগিতার মূল স্পন্সর ছিলেন— অবাক চা এন্ড রেস্টুরেন্ট, রেনেসাঁ ফাউন্ডেশন, মোঃ ইলিয়াছ হুসাইন ফাউন্ডেশন, মানবতার আশ্রয়, প্রকৌশলী মোঃ কাবুল খান, মোঃ ইকবাল হোসাইন খান, আলহাজ্ব শফিকুল আলম খান, মোহাম্মদ মূছা, আরিফুর রহমান খান প্রিন্স, মোঃ রতন খান, মোঃ শামীম হোসেন খান প্রিন্সসহ আরও অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ।অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন বাড়াই ভিকরা জনকল্যাণ সমিতির সভাপতি প্রকৌশলী মোঃ কাবুল খান ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসাইন খান।উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ কার্যক্রমে মানিকগঞ্জ জেলার ৩৫টি মক্তব, মাদ্রাসা, প্রাইমারি ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। দীর্ঘ প্রতিযোগিতার ধারাবাহিকতা শেষে বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত পর্বে ৮৪ জন উত্তীর্ণ হয়।টানা দ্বিতীয়বারের মতো শীর্ষস্থান অর্জন করে তেরদোনা, বেতিলা, মানিকগঞ্জের বায়তুর রহমান মাদ্রাসা।