
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে তুমুল আলোচনায় হেভিওয়েট আসন টাঙ্গাইল ৭ (মির্জাপুর )এই আসনে জনপ্রিয়তার শীর্ষে বিএনপি নেতা,কেন্দ্রীয় বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মহসীন হলের সাবেক জিএস, ক্লিন ইমেজের অধিকারী সাইদুর রহমান সাঈদ সোহরাব
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এ আসনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা, হামলা ও বিপদ-আপদে সবসময় পাশে দাঁড়িয়েছেন সাঈদ সোহরাব । করে গেছেন আর্থিক সহযোগিতাও। হাসিনা আমলে- মিথ্যা মামলায় হাজিরা দিতে বেগম খালেদা জিয়া যখনই গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশে রওনা হতেন, তখনই বহরের সামনে দাঁড়িয়ে যেতেন সাঈদ সোহরাব। দুঃসময়ের ভয়ংকর মুহূর্তে, যখন অনেক তথাকথিত মহারথীরা আড়ালে সরে যেতেন, তখন তিনি নির্ভীকভাবে ঝড়–বৃষ্টি আর ঝুঁকি মাথায় নিয়ে পথ চলেছেন। সংকটময় সময়ে দল ও নেতাকর্মীদের পাশে দাঁড়ানো,ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে সরব ভূমিকা নেওয়ায় স্থানীয় জনসাধারণের কাছে সাঈদ সোহরাব হয়ে উঠেছেন আস্থার প্রতীক।
এলাকাবাসী মনে করেন, আগামী নির্বাচনে টাঙ্গাইল ৭ (মির্জাপুর) আসনে বিএনপির পক্ষে সাঈদ সোহরাবকে মনোনয়ন দিলে তারা একটি যোগ্য ও ত্যাগী প্রার্থী পাবেন। তাদের বিশ্বাস,দলও তার দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও তিতিক্ষার যথাযথ মূল্যায়ন করবে। নির্বাচনি মাঠে ইতিমধ্যেই তার পক্ষে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা টাঙ্গাইল ৭ (মির্জাপুর) আসনে নির্বাচনি নকশায় নতুন মোড় আনতে সক্ষম হবে।










