আনন্দ ধাম জিকে কেনালের বাইপাস সড়কের পাশে নিজ উদ্যোগে মক্তব ঘর নির্মাণ করছেন স্থানীয় যুবক আনোয়ার আলী। রবিবার বেলা চারটার সময় ঘটনাস্থল পরিদর্শন করা হলে দেখা যায়, বাবা ও ছেলে মিলে সীমিত সামগ্রিক উপকরণ—নরমাল ইট ও ৫বস্তা সিমেন্ট—ব্যবহার করে নির্মাণ কাজ করছেন। আনোয়ার আলীর দীর্ঘদিনের স্বপ্ন এই মক্তব ঘরটি বাস্তবায়ন করা। এখানে শিশু ও কিশোররা পড়াশোনা করবে, পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজেরও ব্যবস্থা থাকবে। স্থানীয়রা বলছেন, “আনোয়ার আলী নিজ উদ্যোগে ধীরে ধীরে ঘরটি তৈরি করছেন, বিভিন্ন জায়গা থেকে ইট সংগ্রহ করছেন এবং ছোটখাটো কাজ নিজেই সম্পন্ন করছেন।” তবে আর্থিক সংকটের কারণে কাজটি সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না। আনোয়ার আলী জানিয়েছেন, “এই ঘরটি সম্পূর্ণ হলে আমাদের মহল্লার সন্তানরা শিক্ষা ও ইমানের আলো পাবে। আমি চাই সবাই এই মক্তবে ভক্তর নামাজ আদায় করতে পারুক।” স্থানীয়রা আহ্বান জানাচ্ছেন, ইসলামের পথে একটি স্থায়ী উদ্যোগে সহায়তা করতে—ইট, সিমেন্ট বা অর্থ—যেকোনো সাহায্যই এই মক্তব ঘরকে সম্পূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মক্তব ঘরটি সম্পূর্ণ হলে এটি হবে কেবল একটি শিক্ষা কেন্দ্র নয়, বরং এলাকার মুসলিম শিশুদের জন্য ইমান ও জ্ঞান চর্চার কেন্দ্র।