শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু দিনব্যাপী পাইকগাছা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। বুধবার(১ অক্টোবর) তিনি গদাইপুর ইউনিয়নের মঠবাটী পূজা মন্দিরসহ উপজেলার বিভিন্ন মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পাইকগাছা পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুহুল কুদ্দুস, মনিরুল ইসলাম মন্টুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।