
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ভয়াবহ বজ্রপাতে এক স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—স্থানীয় কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) এবং তার স্ত্রী রুবি বেগম (৩৫)। সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন জানান, সন্ধ্যায় হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রপাত শুরু হয়। এসময় জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী নিজ বাড়ির টিনের ঘরে অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রপাত সরাসরি ঘরে আঘাত করলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। তবে পাশে থাকা তাদের তিন সন্তান অক্ষত থাকে।
নিহত দম্পতির চার সন্তানের মধ্যে একজন মেয়ের বিয়ে হয়ে গেছে। বাকিরা মা-বাবাকে হারিয়ে একেবারেই দিশেহারা হয়ে পড়েছে।
ভিউ: ১৪৬










