সাভারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার সকাল ৯টা থেকে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ শুরু হয়। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে, দুর্ভোগে পড়ে যাত্রী ও সাধারণ মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শোভাপুর এলাকায় জলাবদ্ধতার কারণে বহু বাড়িঘরে পানি উঠে গেছে। চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ে স্থানীয়রা। এ অবস্থার প্রতিবাদে শত শত নারী-পুরুষ মহাসড়ক অবরোধে অংশ নেন।
অবরোধ চলাকালে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।
এসময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও অবরোধকারীদের সরিয়ে দিতে ব্যর্থ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ অব্যাহত রয়েছে।