পাঁচবিবিতে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করলেন জেলা আমীর ফজলুর রহমান সাঈদ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পাঁচবিবি উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি পূজা মন্ডবগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে পূজা উদযাপন পরিষদ ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান (মুক্তার), কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল বাশার, মাওলানা সামছুল আলমসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জামায়াতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান এবং পূজা উপলক্ষে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।