বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী শামসুজ্জামান দুদু আলমডাঙ্গার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা প্রদান করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে রাত পর্যন্ত তিনি একাধিক পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং প্রতিটি মণ্ডপে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।আলমডাঙ্গা রথতলা কেন্দ্রীয় দুর্গা মন্দিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামসুজ্জামান দুদু বলেন,সনাতন ধর্মাবলম্বীরাও আমাদের মতো মানুষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশের প্রতিটি পূজা মণ্ডপে আমাদের নেতাকর্মীরা পরিদর্শন ও সহযোগিতা করছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই—হিন্দু সম্প্রদায় কোনো সংখ্যালঘু নয়, তারা আমাদের ভাই। তাদের আপদ-বিপদে বিএনপি সবসময় পাশে থাকবে।” সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সময়ে ফেয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করা জরুরি। তবে নির্বাচনী দিক থেকে জামায়াতে ইসলাম অনেক দূর এগিয়ে গেছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবে। তিনি আরও বলেন,চুয়াডাঙ্গা ছিল মুক্তিযুদ্ধকালীন প্রথম রাজধানী। তাই এ অঞ্চলের যেকোনো উৎসব সারা দেশের তুলনায় সবসময়ই আলাদাভাবে হয়। এবারের পূজাও তার ব্যতিক্রম নয়।” আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন,“স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার টানা ১৫-১৬ বছর ধরে জোর করে ক্ষমতা দখল করে রেখেছিল। জনগণের আন্দোলনে পতনের পর তারা নানা ষড়যন্ত্র ও উস্কানির চেষ্টা করছে। বিশেষ করে ২৪ আগস্ট দেশ থেকে পালিয়ে গিয়ে ভারত থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তাই আমি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই—কোনো গুজব বা উস্কানিতে বিভ্রান্ত হবেন না।” এবারও শান্তিপূর্ণভাবেই শারদীয় দুর্গোৎসব শেষ হবে।” উপস্থিত নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিমসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।