লিমন খান : ৩০ সেপ্টেম্বর কাজিপুরে মা,ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।কাজিপুর উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে সকাল দশটায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত নাইমা জাহান সুমাইয়া। সবায় স্বাগত বক্তব্যে মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক বলেন , ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ, জাতীয় মাছকে বৃদ্ধির জন্য মা মাছকে রক্ষা করতে হবে।চলতি বছর আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন যমুনায় মা, ইলিশ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এই ২২ দিন জেলেদের জন্য সরকার খাদ্যর ব্যবস্থা করেছেন। অতএব জাতীয় সম্পদকে রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। তিনি আরো বলেন কোন জেলে এই নিষেধাজ্ঞা অমান্য করলে তার জন্য জেল এবং অর্থদণ্ড উভয় প্রদান করার বিধান রয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) নাইমা জাহান সুমাইয়া। বিশেষ অতিথি হিসেবে কাজিপুর থানা অফিসার্স ইনচার্জ নূরে আলম, শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ আবু সাঈদ, জাতীয় মৎস্যজীবী সংগঠনের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম মুন্টুপ্রমূখ বক্তব্যে রাখেন।