সাগর কুমার সিং : আজ ৩০ শে সেপ্টেম্বর ২০২৫ হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী। বগুড়া শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নেরর অন্তর্গত আম্বইল বাগানপাড়া(আদিবাসী পল্লী) দূর্গা মন্দিরে এক দশক এর বেশি সময় ধরে দূর্গা পূজা করে আসছে জানিয়েছেন আয়োজকরা। অসাম্প্রদায়িক দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যদিয়ে এবার শারদীয় দুর্গোৎসব ২০২৫ উদযাপিত হবে বলে আশা আয়োজকদের। শান্তিপূর্ণভাবে উৎসব পালনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জানিয়েছে পুজা মন্ডপের সভাপতি শ্রী সন্তোস সিং (বাবু)। সবার সহযোগিতায় সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিক রেখে শান্তিপূর্ণ পরিবেশে ১৬ তম দূর্গা পূজা শেষ করার আশা ব্যক্ত করেছে আম্বইল বাগানপাড়া দূর্গা মন্দির পূজা পরিচালনা কমিটি। অত্র মন্দিরের এই সুদর্শন প্রতিমা কারিগর বগুড়া শেরপুরের শ্রী তাপষ সরকার ও সহকারী অনুকূল সিং এবং সতীর্থ সরকার মোবাইল নম্বর ০১৭৩৭-৮৫১৪৯৭ ও আলোকসজ্জা ডেকোরেশনে দুলাল ডেকোরেটর এন্ড সাউন্ড সিস্টেম মির্জাপুর শেরপুর বগুড়া।