
এবি পার্টি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল মামুন রানা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার (২৯ সেপ্টেম্বর) আলমডাঙ্গা উপজেলার রথতলা মন্দিরসহ বিভিন্ন প্রান্তিক পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। রানা বলেন, “সংখ্যালঘু কিংবা কোনও ধর্মীয় পরিচয়ে নয়, নাগরিক হিসেবে মানবাধিকার ও নাগরিক অধিকারের পাশাপাশি প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সব ধর্মের মানুষের সমান অধিকারের দেশ। তিনি আরও জানান, এবি পার্টি শুধু সৌজন্য বিনিময়েই সীমাবদ্ধ নয়, বরং যেসব মণ্ডপ তুলনামূলক আর্থিক সংকটে রয়েছে সেগুলোতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি ধর্ম পালনে যারা অসচ্ছল, তাদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ছাড়াও এবি পার্টির স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।










