
শুভ্র মজুমদার : টাঙ্গাইলের কালিহাতীতে মায়ের চোখের সামনে পুকুরে ডুবে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। এ দৃশ্য দেখে মুহূর্তেই শোকে ভেঙে পড়েন মা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাতুটিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাসরত পাছ জোয়াইর গ্রামের আব্দুলের ছেলে হৃদয় (১৮) উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে গোসল করতে নেমে আর উঠতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, সাঁতারে অদক্ষ হৃদয় পুকুরে নামার পরপরই গভীর পানিতে তলিয়ে যায়। তার মা পুকুরপাড়ে দাঁড়িয়ে ছিলেন। ছেলেকে পানিতে তলিয়ে যেতে দেখে তিনি চিৎকার শুরু করেন। আশপাশের মানুষ ছুটে এসে প্রাণপণ চেষ্টা চালিয়ে অবশেষে হৃদয়কে উদ্ধার করে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। দ্রুত কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। নিথর ছেলেকে বুকে জড়িয়ে মায়ের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। উপস্থিত সবার চোখে পানি এসে যায়। হৃদয়ের গ্রামের বাড়ি পাছ জোয়াইর হলেও পরিবারটি দীর্ঘদিন ধরে সাতুটিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। হঠাৎ এ অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।










