ইসলামে নারী বিষয়ক একটি বৈশ্বিক সম্মেলনের সহ-আয়োজন করবে বাংলাদেশ ও তুরস্ক। আগামী বছরের গোড়ার দিকে আয়োজিত হতে যাওয়া এই সম্মেলনে মুসলিম বিশ্বের খ্যাতনামা পণ্ডিত, গবেষক ও নীতিনির্ধারকরা একত্রিত হবেন। সেখানে ইসলামে নারীর অধিকার ও মর্যাদা উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখা দেশগুলোর অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলন তুলে ধরা হবে। সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ এবং তুরস্কের সমাজসেবা মন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতার-এর মধ্যে এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উভয় পক্ষ সাংস্কৃতিক ও কারিগরি বিনিময় জোরদার, সেবা অর্থনীতি ও সামাজিক সেবার ক্ষেত্রে উচ্চমানের সহযোগিতা প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত উন্মোচনে সম্মত হয়। শারমিন মুর্শিদ জানান, তুরস্ক স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য দক্ষ ও পেশাদার মহিলা পরিচর্যাকারী তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ও তুরস্ক উভয় দেশই নারীদের বিরুদ্ধে সব ধরনের বৈষম্য দূরীকরণ বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন (CEDAW) অনুমোদন করেছে। বৈঠকে দুই দেশ মুসলিম সমাজে নারীর অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও অর্জন শেয়ার করার ওপরও গুরুত্বারোপ করে।