আবুল কালাম আজাদ : ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ডাম্পিং স্টেশনের রাস্তার কাজ শেষ হয়েছে। কৃষি খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে ডাম্পিং স্টেশনের সংযোগ সড়কটি বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান মামুন এবং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ জহির উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদের তত্ত্বাবধানে রাস্তার কাজ এগিয়ে চলে এবং অবশেষে সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে নির্মাণকাজ শেষ হয়। এ কাজ শেষ হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে স্থানীয়রা জানিয়েছেন।