এম. টুকু মাহমুদ,হরিণাকুণ্ডু শহরে প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার একমাত্র আধুনিক ধর্মীয় বিদ্যাপিঠ ঐতিহ্যবাহী দখলপুর সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসায় শিক্ষক,সুধীমহল, ম্যানেজিং কমিটি, এবং অভিভাবকদের নিয়ে এক " মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। "শিক্ষার মান উন্নয়নে" সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তাছাড়াও দিনব্যাপী নানা আয়োজনে এ সমস্থ অনুষ্ঠানের মধ্যে আরো ছিলো বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচছা বিনিময়, আলিম ১ম বর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ উল্লেখযোগ্য।
বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সহকারী সেক্রেটারী এবং মাদ্রাসাটির সভাপতি মাঔলানা মোঃ তাজুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আশাদুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র নেতা আলী হোসেন,অত্র অঞ্চলের অভিভাবকবৃন্দ সহ আরও অনেকেই।