কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার খাদিপুর বাজারে হেযবুত তওহীদের উদ্যোগে “তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় শ্রমিকদের ভূমিকা” শীর্ষক এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) আসরের নামাজের পর এ সমাবেশে স্থানীয় শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের মিরপুর উপজেলা সভাপতি মিজবা মুন্সি। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জসেব উদ্দিন। প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, “শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করার নিয়ম থাকলেও বর্তমান সমাজ ব্যবস্থায় তার উল্টোটা করা হচ্ছে। অথচ ইসলামে শ্রমিকের অধিকার রক্ষা করা শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং তা আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশ। শ্রমিককে সম্মান দেওয়া, তার পরিশ্রমের যথাযথ মূল্য দেওয়া—এটাই প্রকৃত ইসলামী ন্যায়বিচার।” তিনি আরও বলেন, “আমাদের সমাজে যদি প্রকৃত ইসলাম প্রতিষ্ঠিত হয়, তাহলে শ্রমিকরা তাদের ন্যায্য মূল্য ফিরে পাবে এবং দেশের প্রতিটি জায়গায় নিরাপদে কাজ করতে পারবে।”