
রেকর্ড নবমবারের মতো এশিয়া কাপ শিরোপা জিতেছে ভারত। রোববার (২৮ সেপ্টেম্বর) ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে রোহিত শর্মার দল। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে সেরা ক্রিকেট খেলার প্রমাণ দিয়েছে ম্যান ইন ব্লু। শুধু দলগত পারফরম্যান্স নয়, ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই সেরাদের তালিকায় ভারতীয়দের আধিপত্য ছিল স্পষ্ট।
বোলিংয়ে কুলদিপ যাদবের ঝলক
এবারের আসরে সেরা বোলার হয়েছেন ভারতের বাঁহাতি স্পিনার কুলদিপ যাদব। ৭ ম্যাচে শিকার করেছেন ১৭ উইকেট। টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তাকে সেরা বলতেই হবে। দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের পেস সেনসেশন শাহিন শাহ আফ্রিদি, যিনি নিয়েছেন ১০ উইকেট।
শীর্ষ পাঁচে আরও রয়েছেন—
-
সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিকি (৯ উইকেট)
-
বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান (৯ উইকেট)
-
পাকিস্তানের হারিস রউফ (৯ উইকেট)
ব্যাটিংয়েও ভারতীয় দাপট
শুধু বল হাতে নয়, ব্যাট হাতে দাপট দেখিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তরুণ ওপেনার অভিষেক শর্মা। ৭ ম্যাচে তার সংগ্রহ ৩১৪ রান। শীর্ষ পাঁচে ভারতের আরেকজন ব্যাটসম্যান রয়েছেন—তিলক বর্মা।
সেরা রান সংগ্রাহকদের তালিকা:
-
অভিষেক শর্মা (ভারত) – ৩১৪ রান
-
পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা) – ২৬১ রান
-
সাহিবজাদা ফারহান (পাকিস্তান) – ২১৭ রান
-
তিলক বর্মা (ভারত) – ২১৩ রান
-
ফখর জামান (পাকিস্তান) – ১৮১ রান
ভারতের রেকর্ড
ভারত এবার এক ম্যাচও হারেনি। গ্রুপ পর্ব, সুপার ফোর ও ফাইনাল—সব মিলিয়ে পুরো টুর্নামেন্ট জুড়েই তাদের আধিপত্য ছিল একচ্ছত্র। ফলে রেকর্ড নবমবারের মতো শিরোপা জয় নিশ্চিত করেছে তারা।










