এশিয়া কাপে সেরাদের তালিকায় ভারতীয়দের আধিপত্য
Spread the love

রেকর্ড নবমবারের মতো এশিয়া কাপ শিরোপা জিতেছে ভারত। রোববার (২৮ সেপ্টেম্বর) ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে রোহিত শর্মার দল। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে সেরা ক্রিকেট খেলার প্রমাণ দিয়েছে ম্যান ইন ব্লু। শুধু দলগত পারফরম্যান্স নয়, ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই সেরাদের তালিকায় ভারতীয়দের আধিপত্য ছিল স্পষ্ট।

বোলিংয়ে কুলদিপ যাদবের ঝলক

এবারের আসরে সেরা বোলার হয়েছেন ভারতের বাঁহাতি স্পিনার কুলদিপ যাদব। ৭ ম্যাচে শিকার করেছেন ১৭ উইকেট। টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তাকে সেরা বলতেই হবে। দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের পেস সেনসেশন শাহিন শাহ আফ্রিদি, যিনি নিয়েছেন ১০ উইকেট।

শীর্ষ পাঁচে আরও রয়েছেন—

  • সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিকি (৯ উইকেট)

  • বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান (৯ উইকেট)

  • পাকিস্তানের হারিস রউফ (৯ উইকেট)

ব্যাটিংয়েও ভারতীয় দাপট

শুধু বল হাতে নয়, ব্যাট হাতে দাপট দেখিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তরুণ ওপেনার অভিষেক শর্মা। ৭ ম্যাচে তার সংগ্রহ ৩১৪ রান। শীর্ষ পাঁচে ভারতের আরেকজন ব্যাটসম্যান রয়েছেন—তিলক বর্মা।

সেরা রান সংগ্রাহকদের তালিকা:

  • অভিষেক শর্মা (ভারত) – ৩১৪ রান

  • পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা) – ২৬১ রান

  • সাহিবজাদা ফারহান (পাকিস্তান) – ২১৭ রান

  • তিলক বর্মা (ভারত) – ২১৩ রান

  • ফখর জামান (পাকিস্তান) – ১৮১ রান

ভারতের রেকর্ড

ভারত এবার এক ম্যাচও হারেনি। গ্রুপ পর্ব, সুপার ফোর ও ফাইনাল—সব মিলিয়ে পুরো টুর্নামেন্ট জুড়েই তাদের আধিপত্য ছিল একচ্ছত্র। ফলে রেকর্ড নবমবারের মতো শিরোপা জয় নিশ্চিত করেছে তারা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31