শুভ্র মজুমদার : শারদীয় দুর্গোৎসবের মহোৎসবে আজ সপ্তমী। ভোরের প্রথম সূর্যকিরণেই টাঙ্গাইলের কালিহাতীর মন্দির-মণ্ডপগুলোতে নেমে আসে রঙ, আলো আর ভক্তির অনন্য সমারোহ। সকাল থেকেই ভক্ত-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপ। সপ্তমীর মূল আকর্ষণ শুভারম্ভের আচার, প্রবেশ ও মহাস্নান। ঢাক-ঢোলের বাজনা, শঙ্খধ্বনি আর মন্ত্রোচ্চারণে পূজামণ্ডপগুলো ভরে ওঠে দেবী দুর্গার চরণে অর্ঘ্য নিবেদনের আবেশে। চারপাশে ভেসে আসে এক সুর জয় মা দুর্গা, যেন প্রতিটি গ্রাম ও শহরের বাতাস ভরে যায় ভক্তির সুরে। উপজেলার দুই পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের মণ্ডপজুড়ে চলছে উৎসবের উচ্ছ্বাস। পরিবার-পরিজন নিয়ে মানুষ ভিড় জমাচ্ছেন প্রতিমার সামনে। তরুণ-তরুণীদের হাতে আলোর ঝলক, শিশুদের হাসি-আনন্দ আর নারীদের শাড়ির রঙে মণ্ডপগুলো রূপ নিচ্ছে এক বর্ণিল উৎসবের মেলায়। শুধু পূজা নয় দেবী বন্দনা, আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক আয়োজন আর প্রসাদ বিতরণও আনন্দে যোগ করেছে নতুন মাত্রা। নিরাপত্তায় পুলিশ ও স্বেচ্ছাসেবক বাহিনীর কড়া নজরদারিতে নির্বিঘ্নে উৎসব উপভোগ করছেন ভক্ত-দর্শনার্থীরা। সপ্তমীর দিনে প্রতিটি প্রতিমা যেন আরও আলোকোজ্জ্বল হয়ে ওঠে। ভক্তদের বিশ্বাস, এই দিনে দেবীর কাছে প্রার্থনা করলে দূর হয় জীবনের সব অশুভ শক্তি। এক ভক্ত বললেন, সপ্তমীর পূজা আমাদের কাছে খুবই বিশেষ। আজকের এই দিনে মায়ের কাছে প্রার্থনা করি যেন দুঃখ-কষ্ট দূর হয়ে নতুন আশার আলো জ্বলে ওঠে। আজ তাই কালিহাতীর প্রতিটি পূজামণ্ডপ ভরে উঠেছে আলো, রঙ আর ভক্তির আবেশে। শারদীয় দুর্গোৎসব আর শুধু ধর্মীয় উৎসব নয়, এটি হয়ে উঠেছে মিলনমেলার মহোৎসব, যা কালিহাতীর জনপদকে করে তুলেছে প্রাণবন্ত ও বর্ণিল।