
মোঃ জাহিদ হোসেন : কক্সবাজার নাসা কেয়ার লাইফ লিমিটেডের বার্ষিক পরিবেশক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে ৷ সোমবার ২৯ সেপ্টেম্বর সকাল ১০টায় কক্সবাজার হোটেল সি কক্স এ অনুষ্ঠানটি আয়োজন করেন নাসা কেয়ার লাইফ লিমিটেড ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসা কেয়ার লাইফ লিমিটেডের এমডি জনাব মাসুমুর রহমান সিকদার, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. নজরুল ইসলাম খান ৷ অনুষ্ঠানে কম্পানীর ডিলাররা তাদের বক্তব্যে বলেন, আমাদের প্রডাক্ট অনেক ভালো, আমরা আমাদের প্রডাক্ট বিক্রি করেছি কৃষকরা অনেক উপকৃত হয়েছেন, আমাদের প্রডাক্টগুলির গুনগতমান অনেক ভালো ৷ ডিলাররা আরও বলেন, আমাদের প্রডাক্টের পেকেট নিয়ে এসে কৃষকরা প্রডাক্টগুলি আমাদের নিকট চায় ৷ স্যারদের নিকট আমাদের চাওয়া প্রডাক্টগুলির গুনগতমান যেন এমনই ঠিক থাকে সব সময় ৷ এ সময় উপস্থিত ছিল, নাসা কেয়ার লাইফ এর চেয়ারম্যান সাবরিনা আলম, কম্পানীর ডি এস এম পলাশ, কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসা, শামসুন্নাহার মহিলা মাদ্রাসা, ও লূৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা সালাহউদ্দিন খান সহ দেশে বিভিন্ন জেলা থেকে কম্পানীর ডিলারগন ৷ অনুষ্ঠান শেষে সকল ডিলারদের ক্রেশ প্রদান করা হয় ৷ অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন কাসেমূল উলূম ইসলামীয়া মাদ্রাসা শামসুন্নাহার মহিলা মাদ্রাসা ও লূৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা সালাহউদ্দিন খাঁন ৷










