
সিঙ্গাপুরকে পাশ কাটিয়ে বাংলাদেশকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করে ভুটানসহ পার্শ্ববর্তী দেশে ইন্টারনেট সেবা দিতে আগ্রহ প্রকাশ করেছে স্টারলিংক। এজন্য প্রতিষ্ঠানটি গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে বিশ্বের সবচেয়ে বড় গ্রাউন্ড স্টেশন বসানোর পরিকল্পনা করেছে।
সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) দেয়া এক চিঠিতে স্টারলিংক জানিয়েছে, বাংলাদেশের গেটওয়ে ব্যবহার করে ভুটান ও অন্যান্য দেশে ডাটা পরিবহন করতে চায় তারা। এ ক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণ যেন না থাকে, সেটিও চিঠিতে উল্লেখ করা হয়েছে। তবে, বিটিআরসি এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।
দেশে কার্যক্রমের বিস্তার
চলতি বছরের মে মাসে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালু করে স্টারলিংক। শুরু থেকেই দ্রুত বাড়ছে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা। মানসম্মত সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে কালিয়াকৈরের হাইটেক পার্কে দুটি, রাজশাহী ও যশোরে একটি করে মোট চারটি গ্রাউন্ড স্টেশন স্থাপন করেছে তারা। এখন প্রতিষ্ঠানটি সেগুলোকে আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চাইছে।
কেন বাংলাদেশকে বেছে নিতে চায় স্টারলিংক?
বর্তমানে ভুটানের গ্রাহকদের সেবা দিতে স্টারলিংক সিঙ্গাপুরের গ্রাউন্ড স্টেশন ব্যবহার করছে। এতে খরচ বেশি পড়ছে এবং ল্যাটেন্সি বা ডাটা পৌঁছানোর সময়ও দীর্ঘ হচ্ছে। বাংলাদেশের মাধ্যমে ট্রানজিট দিলে খরচ কমবে এবং সেবার মানও উন্নত হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
চিঠিতে স্টারলিংক জানায়, তারা সামিট, ফাইবার অ্যাট হোম ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি থেকে আইপিএলসি (International Private Leased Circuit) এবং আনফিল্টারড আইপি ব্যান্ডউইথ কিনে বাংলাদেশের গেটওয়ে থেকে সিঙ্গাপুর ও ওমানের পপ-এ (Point of Presence) ডাটা পরিবহন করতে চায়। তবে বিদেশি গ্রাহকদের জন্য প্রেরিত এই আন্তর্জাতিক লিংকে যেন কোনো ধরনের ফিল্টার বা ব্লক আরোপ না করা হয়, সেটিও তারা শর্ত হিসেবে দিয়েছে।
বাংলাদেশি গ্রাহকদের ক্ষেত্রে অবশ্য আইন অনুযায়ী সব ধরনের নিরাপত্তা, কনটেন্ট ফিল্টারিং ও ব্লকিং কার্যকর থাকবে।
খাতসংশ্লিষ্টদের মতামত
ফাইবার অ্যাট হোমের চিফ ইনফরমেশন অফিসার সুমন আহমেদ সাবির বলেন, ভুটান বা অন্যান্য দেশে ইন্টারনেট সেবা দিতে বাংলাদেশকে ব্যবহার করলে এটি খাতের জন্য নতুন সুযোগ তৈরি করবে। তবে এতে স্থানীয় নিরাপত্তা ও নীতিগত দিকগুলো কিভাবে নিশ্চিত হবে, সেটি গুরুত্বপূর্ণ বিষয়।
বিটিআরসির অবস্থান
বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন,
“এক দেশের ট্রাফিক যখন আরেকটি দেশের মধ্য দিয়ে ভিন্ন আরেক দেশে যায়, তখন তা সাধারণত মধ্যবর্তী দেশের ফিল্টারিংয়ের আওতায় পড়ে না। বর্তমানে বাংলাদেশের সব ইন্টারনেট ট্রাফিক সিঙ্গাপুর বা ভারতের মধ্য দিয়ে যায়, সেগুলোও সংশ্লিষ্ট দেশের ফিল্টারিংয়ের বাইরে থাকে।”
তিনি আরও জানান, স্টারলিংকের আবেদনের বিষয়ে এনজিএসও (Non-Geostationary Satellite Orbit) গাইডলাইন এবং দেশের স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেয়া হবে।
প্রযুক্তিগত প্রেক্ষাপট
আইপিএলসি হলো দুটি দেশকে যুক্তকারী আন্তর্জাতিক ডাটা পরিবহন ব্যবস্থা। আর আনফিল্টারড আইপি হলো ফিল্টারবিহীন আইপি ব্লক, যা ব্যবহার করে কোনো ধরনের স্থানীয় ফিল্টারিং ছাড়াই ডাটা সরাসরি আন্তর্জাতিক লিংকে পাঠানো যায়।










